আজাদুর রহমান:
বগুড়ায় “জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৪” উদযাপন করা হয়েছে।
২৯ এপ্রিল সকাল ১০ টায় বগুড়া জেলা স্কুল অডিটরিয়ামে “জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৪” উদযাপন উপলক্ষ্যে “৪৫তম বিজ্ঞান মেলা, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ২০২৪” এর উদ্বোধনী অনুষ্ঠান দুপুর ১২টায় দুপচাঁচিয়া উপজেলায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৪ এর বগুড়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং বঙ্গবন্ধু কর্নার ও লাইব্রেরি উদ্বোধন করেন।
দুপুর দেড়টায় তালোড়া ইউনিয়নের দেবরাশন আশ্রয়ণ প্রকল্পে উপকারভোগীদের মাঝে মতবিনিময় সহ প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা ও ছাগল বিতরণ করেন। দুপুর ২টায় দুপচাঁচিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, বীর মুক্তিযোদ্ধা, ছাত্র-শিক্ষক, পেশাজীবী ব্যক্তিবর্গ সহ সরকারি কর্মকর্তাদের সাথে সর্বজনীন পেনশন কর্মসুচি সংক্রান্ত মতবিনিময় সভায় উপস্থিত হন।
আগত সকলকে সর্বজনীন পেনশন কর্মসুচিতে নিবন্ধন করার জন্য উদ্বুদ্ধ করেন এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছ বিতরণ করেন। পরিশেষে দুপচাঁচিয়া উপজেলা অফিসার ক্লাব এর নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।