আজাদুর রহমান:
বগুড়া সদর উপজেলা নির্বাচনে প্রার্থীদের হয়ে দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছে কর্মী সমর্থকরা।
বুধবার জেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী শুভাশিস পোদ্দার লিটনের পক্ষে আনারস প্রতীকে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আল আমিন হোসেন পাপ্পুর উদ্দ্যোগ উপজেলার এরুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেন।
এ সময় ভোটারদের হাতে প্রচার লিফলেট বিতরণ করে সদর উপজেলার উন্নয়নে আনারস প্রতীকে শুভাশিস পোদ্দার লিটনের পক্ষে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।
গণসংযোগকালে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আল আমিন হোসেন পাপ্পু বলেন, সদর উপজেলাকে মডেল উপজেলা হিসেবে তৈরী করতে আদর্শ যোগ্য ও কর্মঠ চেয়ারম্যান প্রার্থীর জয়ের মাধ্যমে সদর উপজেলা একটি মডেল উপজেলা হিসেবে তৈরী হবে এমনটাই আমরা প্রত্যাশা করি।
এ সময় ছাত্রলীগ নেতা কাইয়ুম,পিয়াস,সাকিব সাব্বির, নিশাদ সহ স্থানীয় কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।