নিজস্ব প্রতিবেদকঃ
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন।
৩রা মার্চ (রবিবার) বিকাল চারটার দিকে শহরের আকাশতারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম শাবলু মিঞা। তিনি শহরের কুরশাপাড়া এলাকার জলিল মিঞার ছেলে এবং আকাশতারা এলাকায় সেতু হোটেল এন্ড রেস্টুরেন্টে কাজ করতেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক খায়রুল বাসার।
পুলিশের এই কর্মকর্তা জানান, বোনারপাড়া থেকে ছেড়ে আসা সান্তাহারগামী লোকাল ট্রেনে কাটা পড়ে শাবলু নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।