আজাদুর রহমান:
বগুড়ায় নিখোঁজের তিনদিন পর নদীতে ভাসমান অবস্থায় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গাবতলী উপজেলার খুপী এলাকায় গজারিয়া নদী থেকে এ মরদেহ উদ্ধার করা হয়৷
নিহতের নাম বুলি বেগম। তিনি খুপী দক্ষিণপাড়া এলাকার কাসেম আকন্দর স্ত্রী৷ তিনি গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘গত সোমবার থেকে বুলি বেগম নিখোঁজ ছিলেন। তার পরিবারের লোকজন পুলিশকে অবগত না করে খোজাখুজি করে আসছিলেন। বৃহস্পতিবার বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে গজারিয়া নদীতে ভাসমান অবস্থায় বুলি বেগমের মরদেহ পাওয়া যায়৷
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাকো পার হওয়ার সময় তিনি নদীতে পড়ে যান। আর পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের লোকজনও এমনটা ধারণা করছেন। আমরা মরদেহ উদ্ধার করেছি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।