আজাদুর রহমান:
বগুড়ায় মহাসড়কে পণ্যবাহী ট্রাক থামিয়ে ৩ জন চাঁদাবাজকে আটক করেছে র্যাব-১২।
বুধবার রাতে বগুড়া-ঢাকা মহাসড়কের জেলার শাজাহানপুর উপজেলা মাঝিড়া এলাকা থেকে এদেরকে আটক করে। আটককৃতরা হলো, শাজাহানপুর উপজেলার বেতগাড়ি এলাকার সাত্তার আলীর ছেলে সাইফুল ইসলাম, দুপচাঁচিয়া উপজেলার তালোড়া উত্তরপাড়ার মৃত মজিবর রহমানের ছেলে মহিদুল ইসলাম এবং শাজাহানপুর উপজেলা সুজাবাদ এলাকার আব্দুল্লাহ ছেলে রিপন।
বৃহস্পতিবার র্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।
এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন সাজাপুর এলাকার বগুড়া-ঢাকা মহাসড়কের উপর কিছু ব্যক্তি জনসাধারণকে ভয়-ভীতি প্রদর্শন করে বিভিন্ন যানবাহন হতে চাঁদা উত্তোলন করছে। গোপন সংবাদের ভিত্তিতে ২০ মার্চ রাত ৮টায় র্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন মাঝিড়া ইউনিয়নের অন্তর্গত সাজাপুর রাস্তার উপর অভিযান পরিচালনা করে সাইফুল ইসলাম, মহিদুল ইসলাম ও রিপন কে চাঁদা আদায়ের ১টি রশিদ বহি, ১টি টর্চ লাইটসহ আটক করে।
আটককৃত আসামীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।