আজাদুর রহমান:
পল্লী বিদ্যুৎ বোর্ডের শোষণ-নির্যাতন বন্ধ, অভিন্ন চাকুরী বিধি-পে স্কেল বাস্তবায়ন, বিশেষ প্রণোদনা,শুক্রবার ও শনিবার ছুটি, চিকিৎসা বিলসহ ১৪দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন বগুড়ার শাজাহানপুরে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তা-কর্মচারীরা।
সোমবার সকাল ১০টা থেকে বগুড়ার শাজাহানপুরে হেলেঞ্চাপাড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ সদরদপ্তরের সামনে বিক্ষাভ ও প্রতিবাদ সভা করা হয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতায় ৬ টি উপজেলা সাড়ে ৫০০ কর্মকর্তা-কর্মচারী এ কর্মসূচি পালন করছেন।
কর্মসূচি পালনকারীরা জানান, পল্লী বিদ্যুতায়ন বোর্ড দীর্ঘদিন পল্লী বিদ্যুৎ সমিতির জনবলের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে। এর প্রতিবাদ করায় কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বোর্ড। এরই পরিপ্রেক্ষিতে সারাদেশে বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখে কর্মবিরতি পালন করছেন তারা।