আজাদুর রহমান:
বগুড়া জেলার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বড়মোহর উত্তরপাড়ার সার পুকুর থেকে একদিন আগে নিখোঁজ হওয়া মোস্তফা সরকার (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে কাহালু ফায়ার সার্ভিস।
গতকাল বুধবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন মোস্তফা সরকার। তারপর থেকে অনেক খোজাখুজির পরেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি, একসময় বড়মোহর উচ্চ বিদ্যালয়ের পিছনে সার পুকুর পাড়ে তার একজোড়া সেন্ডেল পরে থাকতে দেখা গেলে সন্দেহ হয় পুকুরে পড়ে গেছেন মোস্তফা। বিষয়টি জানার পর এলাকার লোকজন পানিতে নেমে খোঁজাখুঁজি করে।
আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল ও কাহালুর ফায়ার সার্ভিসের সদস্যদের অভিযানে মোস্তফার ডুবে যাওয়া লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
পারিবারিক সূত্রে জানা যায় মোস্তফা সরকার শারীরিক ও মানসিক ভাবে অসুস্থ ছিলেন, তবে মাঝে মাঝেই এই পুকুর পাড়ে এসে বসে থাকতেন তিনি, কয়েকদিন ধরেই পুকুরের পানিতে অক্সিজেনের অভাবে মাছ মারা যাচ্ছে আর এই মরা মাছ ধরতে গিয়েই হয়তো মোস্তফা পানিতে পরে যান এবং পরে উঠতে না পারার কারনে পানিতে ডুবে যান।