বগুড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। রোববার (১৭ মার্চ) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
ডেস্ক রিপোর্টঃ
জেলা প্রশাসনের নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পাঞ্জলী অর্পন করেন সংসদ সদসবৃন্দ, জেলা প্রশাসক সহ তাঁর কার্যালয়ের কর্মকর্তা বৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি, বেসরকারি কার্যালয়ের কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান।
পরে সকাল ১১ টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্বে করেন বগুড়া জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও বগুড়া-৫ আসনের সংসদ সদস্য মো: মজিবর রহমান মজনু, প্রধান আলোচক ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বগুড়া -৬ (সদর) আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।
বিশেষ অতিথি ছিলেন, বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য ডাঃ মোস্তফা আলম নান্নু, জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা পরিষদ চেয়ারম্যান ডা: মকবুল হোসেন, জেলা সিভিল সার্জন ডা: মোহাম্মদ শফিউল আজম, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন।