আজাদুর রহমান:
বগুড়ায় বন্যা আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে আসবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবিএম শফিকুল হায়দার।
আগামী ১০ই মার্চ বগুড়া শেরপুরে আসবেন এই কর্মকর্তা। উপ-সচিব মুজিবুর রহমানের স্বাক্ষরিত একটি চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি চার সদস্যের একটি টিম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর শেরপুরের সালফা টেকনিক্যাল বি এম স্কুল এন্ড কলেজে বন্যা আশ্রয়ণ কেন্দ্রের সমাপ্ত কাজ পরিদর্শনে করবেন।
টিমের সদস্য হিসেবে থাকবেন মোহাম্মদ তাসারফ হোসেন ফরাজী, প্রকল্প পরিচালক (যুগ্মসচিব), “বন্যা প্রবণ ও নদী ভাঙন এলাকায় বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ (৩য় পর্যায়) (২য় সংশোধিত)” শীর্ষক প্রকল্প, মুয়াম্মদ মিজানুর রহমান সরকার, পরিচালক, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ ও মোঃ মজিবুর রহমান, উপ-সচিব (পরিকল্পনা-১) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
এ ভ্রমণে মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ মোসাদ্দেকুস সালেহীন সফরসঙ্গী হিসেবে থাকবেন। প্রকল্পের কাজ পরিদর্শন সমাপ্ত করে তারা বগুড়ায় রাত্রি যাপন করবেন। এবং পরদিন নাটোর ও সিরাজগঞ্জ এলাকায় প্রকল্প পরিদর্শন করে ঢাকায় ফিরবেন।