আজাদুর রহমান:
বগুড়ায় শহরের বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান চালানো হয়েছে। ৫ই মার্চ (মঙ্গলবার) দুপুর থেকে এই অভিযান পরিচালনা করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাউল করিমের নেতৃত্বে প্রায় আড়াই ঘন্টা ধরে চলে এই অভিযান। ঢাকার বেইলী রোডে রেস্তোরাঁয় অগ্নিকান্ডের পর বগুড়া শহরের রেস্টুরেন্টগুলোতে প্রয়োজনীয় অগ্নিনির্বাপক ব্যবস্থা আছে কি না তা খতিয়ে দেখতেই এই অভিযান।
অভিযানকালে শহরের জলেশ্বরীতলার পিজ এন্ড বার্গ রেস্টেুরেন্টের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বিভিন্ন রেস্টুরেন্ট কে অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ রাখতে পরামর্শ প্রদান করা হয়। এ সময় পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।