আজাদুর রহমান:
বগুড়া শহরের মালতিনগর এলাকায় প্রতিবেশির বাড়িতে বিস্ফোরণের ঘটনায় মালতিনগর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী তাসনিম বুশরার মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।
শনিবার (১১ মে) সকাল ১১ টায় শহরের সাতমাথায় মালতিনগর ও ভাটকান্দি এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে আবাসিক এলাকায় পটকা তৈরি বন্ধসহ বিস্ফোরক দ্রব্য মজুদকারী ব্যবাসয়ীদের আইনের আওতায় আনার দাবি জানান মানববন্ধন কারিরা।
এ সময় উপস্থিত বক্তারা বলেন, দীর্ঘদিন থেকেই মালতিনগর ও ভাতকান্দি এলাকায় অনেক পরিবারে অবৈধভাবে রাসায়নিক দ্রব্যের ব্যবসা পরিচালনা করে। আমরা বারবার নিষেধ করার পরেও তারা শোনেনি। প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ এটি বন্ধ না হলে আরো অনেক প্রাণ হানি ঘটবে। দ্রুত এটি বন্ধ করা দরকার।