আজাদুর রহমান:
বগুড়ায় আইএফআইসি ব্যাংকে চুরির ঘটনায় জরিত মূল হোতা সহ চার জনকে গ্রেফতার করেছে বগুড়া সদর থানা পুলিশ, সেই সাথে চুরি যাওয়া টাকার মধ্যে দশ লক্ষ টাকা সহ একটি মটর সাইকেল উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, সোনাতলা উপজেলার পাভেল মিয়া, আদমদীঘি উপজেলার শ্রী বিপ্লব, গাইবান্ধা ফুলছড়ি উপজেলার শ্রী বিমল রাজভর ও বড় টেংরা এলাকার জাহিদুল ইসলাম। বিষয়টি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিশ্চিত করেছেন সদ্য বিদায়ী পুলিশ সুপার (ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার) সুদীপ কুমার চক্রবর্তী।
সংবাদ সম্মেলনে এই কর্মকর্তা বলেন, বগুড়ার মাটিডালি আইএফআইসি ব্যাংক থেকে গত ১২ ই জুন মধ্যরাতে চুরি হয়। ব্যাংকের তথ্যমতে ২৯,৪০,৬১৮ টাকা চুরি হয়। পরে সেখানে আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে যথাযথ তদন্ত সাপেক্ষে বগুড়া সদর থানায় মামলা দায়ের হয়। পরে তথ্যপ্রযুক্তির সাহায্যে ৫ দিন ব্যাপি বগুড়া ও ঢাকা এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে ৪ জনকে গ্রেফতার করা হয়।
এ সময় উদ্ধারকৃত আলামত হিসেবে সর্বমোট ১০,৮৫,৯৯০/-(দশ লক্ষ পঁচাশি হ্যাজার নয়শত চল্লিশ) টাকা। (চুরি হওয়া বিভিন্ন মূল্যমানের মুদ্রা/নোট), চুরির টাকায় ক্রয় করা একটি লাল রংয়ের TVS Apache মোটরসাইকেল ও ১(এক)টি লোহার তৈরি টায়ার লিভার (যা সিন্দুক ভাঙ্গার কাজে ব্যবহৃত) উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও বলেন, তাদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হবে। এবং আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।