আজাদুর রহমান:
বগুড়া সাতমাথায় কৃষি উন্নয়ন ব্যাংকের কর্মকর্তাদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল দশটায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, ১৯৮৭ সালে সরকারের প্রশাসনিক একীভূতকরণ নীতির আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের তৎকালীন রাজশাহী বিভাগকে আলাদা করে গঠন করা হয়।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক যা বর্তমানে রাজশাহী ও রংপুর বিভাগের সকল মানুষ বিশেষত কৃষক শ্রেণির নিকট আজ এক নির্ভরশীলতার প্রতিষ্ঠান হয়ে উঠেছে। উত্তরাঞ্চলের কৃষকদের সেবা নিশ্চিত করতে ২০১৪ সালে বর্তমান সরকার রাকাব আইন ২০১৪ মহান জাতীয় সংসদে পাস করে। এখান থেকেই উত্তরোত্তর অগ্রসর হয় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।
উত্তরাঞ্চলের এক সরকারি ব্যাংক হওয়ায় এখানে কৃষি ঋণ ব্যবস্থা অনেক সহজ। রাজশাহীতে প্রধান কার্যালয় হওয়ায় গ্রাহকরা সহজেই তাদের যেকোনো সমস্যার সমাধান পায়। তাই রাকাব ব্যাংক বাতিল করলে আঞ্চলিক সমস্যা সহ ভোগান্তিতে পড়বে সাধারণ গ্রাহকরা।
এ সময় মানববন্ধনে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।