নিজস্ব প্রতিবেদকঃ
বগুড়ায় ভিসা পয়েন্টের আয়োজনে দিনব্যাপী কর্মসূচী পালন করা হয়েছে। ২০ ফেব্রুয়ারী সকাল ১০ টা থেকে দিনব্যাপী এ আয়োজনে বিশ্বের উন্নত দেশগুলোতে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক আলোচনা করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শাহজাহান রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি মির্জা সেলিম রেজা। আরো উপস্থিত ছিলেন ভিসা পয়েন্ট এর বিভিন্ন দেশের প্রতিনিধিবৃন্দ, মোস্তাফিজুর রহমান পরিচালিত প্রগ্রেস কোচিং সেন্টারের কর্মকর্তা কর্মচারী সহ শিক্ষার্থীরা।
এ সময় উচ্চ মাধ্যমিক পাস করা শিক্ষার্থীরা দেশের বাহিরে উন্নত শিক্ষা গ্রহণের লক্ষ্যে ভিসা পয়েন্টের প্রতিনিধিদের সাথে আলোচনা করেন এবং বিভিন্ন পরামর্শ নেন।