আজাদুর রহমান:
বগুড়ায় মসলার গোডাউনে জেলা প্রশাসকের কার্যালয়ের ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই লাখ টাকা জরিমানা ও গোডাউন সিলগালা ঘোষণা করা হয়েছে।
১লা জুন দুপুর পর থেকেই এ অভিযান চলে দুই ঘন্টার অধিক সময়। বগুড়া শহরের তিব্বতের মোর এলাকায় মিলন ট্রেডার্স এর গোডাউনে অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় মেয়াদোত্তীর্ণ জিরা বিভিন্ন ধরনের মসলায় পোকামাকড় সহ মান নষ্ট হওয়া এবং অতিরিক্ত মজুদের কারণে অভিযান পরিচালনা করে সকল বিষয়ের সত্যতা নিশ্চিত হন ভ্রাম্যমান আদালত।
পরে মিলন ট্রেডার্স এর দায়িত্বে থাকা প্রতিনিধি দোষ স্বীকার করায় ভ্রাম্যমান আদালত প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেন পাশাপাশি মেয়াদোত্তীর্ণ মসলা মজুদ, অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ এবং অতিরিক্ত দাম নেয়ার পরিকল্পনায় সিন্ডিকেটের কারণে প্রতিষ্ঠানটিকে সিলগালা ঘোষণা করেন।
অভিযানে জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত জানান, আসন্ন ঈদকে সামনে রেখে বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা মসলার সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণে বাধা দিচ্ছেন। যারাই সিন্ডিকেট করবে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।