আজাদুর রহমান:
বগুড়া রাজাবাজারের মশলার দোকানে অভিযান চালিয়ে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। দুপুর ১২ টায় এ অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কর্মকর্তা সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে অভিযানে জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
মশলার বাজারে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ মে বৃহস্পতিবার বগুড়া জেলার শাহ ফতেহ আলী বাজার ও রাজাবাজারের মশলার পাইকারী ও খুচরা দোকানে অভিযান পরিচালনা করা হয়।
এসময় মূল্যতালিকা হালনাগাদ না করা ও আমদানিকৃত বিভিন্ন মশলার ডকুমেন্টস প্রদর্শন করতে না পারায় মেসার্স রীনা ট্রেডার্সকে ১০ হাজার টাকা ও জাহাঙ্গীর স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আরোও একটি প্রতিষ্ঠানে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়া কোন ধরনের মশলার মজুদ করে বাজারকে অস্থিতিশীল না করতে সকল ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে।