নিজস্ব প্রতিবেদক:
বগুড়ায় মাদকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। সদর থানাধীন ভবের বাজারস্থ (চারমাথা) ঢাকা টু রংপুর মহাসড়কের পূর্ব পার্শ্বে আমজাদ আয়রন ষ্টোরের সামনে তিনজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিজেদের হেফাজতে রেখে বিভিন্ন মাদকসেবীদের নিকট বিক্রয়ের জন্য অবস্থান করছে।
এ সময় ফটিক শেখ (৩৫), পিতা-মৃত ফজলু শেখ, উত্তর গোদার পাড়া, এর নিকট থেকে ১০ বোতল আজিজুল হাকিম (২০), পিতা মোঃ ভুট্টু মিয়া, পালশা (চৌকিরপাড়) এর নিকট থেকে ৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
এ সময় পলাতক ইনছান আলী (৩৫), পিতা আব্দুল কাদের ফকির, সাং নিশিন্দারা উত্তর শৈলালপাড়া, এর ফেলে যাওয়া বাজার করা ব্যাগের মধ্যে থাকা ১০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।