আজাদুর রহমান:
বগুড়া র্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর নাম আমিনুর রহমান (৪৫) । তিনি দুপচাঁচিয়া উপজেলার কইল এলাকার তায়নালের ছেলে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মুনির হোসেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মকর্তা জানান, র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কালাই থানার মামলা নং-৯, ধারা- ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ খ (১) (খ) এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ আমিনুর রহমান বগুড়া সদর উপজেলার মাটিডালী এলাকায় অবস্থান করছে। এরই প্রেক্ষিতে ১০ মার্চ আভিযানিক দল তাকে গ্রেফতার করে।
উল্লেখ্য যে, ধৃত আসামী ২০০৯ সালের ২৬ সেপ্টেম্বর সকাল সাড়ে সাতটায় হিলি হতে একটি প্রাইভেট কারে ২৭০ বোতল ফেনসিডিলসহ বগুড়ার উদ্দেশে আসে। পরবর্তীতে কালাই থানার কাটাহার আত্রাই বাজার রাস্তার উপর কালাই থানা পুলিশের হাতে গ্রেফতার হয়। ধৃত আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় ২টি অপহরণ মামলা ও বগুড়া দুপচাঁচিয়া থানায় ৩টি মাদক মামলা রয়েছে বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুপচাঁচিয়া থানা, বগুড়ায় হস্তান্তর করা হয়েছে।