আজাদুর রহমান:
বগুড়ায় শয়নকক্ষে আগুন লাগানোর অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বগুড়া সদর উপজেলার সাবগ্রাম কুরশাপাড়া এলাকায়, এই ঘটনাই ১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে হুমকি দিলে বগুড়া প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
মামলা সূত্রে ও সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বলেন, দীর্ঘদিনের শত্রুতায় আব্দুল গফুরের ছেলে সামিউলের পরিবারের সাথে প্রতিবেশী আলামিনদের পারিবারিক কলহ সৃষ্টি হয়। এ ঘটনায় ১৫ই মার্চ রাতে কথা-কাটাকাটি একপর্যায়ে আসামীগন হাতে বাঁশের লাঠি, লোহার রড, দা, ধারালো হাসুয়া ইত্যাদি দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে বসতবাড়ীর টিনের গেইট ভাংচুর করে। এবং সামিউলের পিতা আব্দুল গফুরের বুকে সজোরে আঘাত করে পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেই সুযোগে ১৯ শে মার্চ রাতে খড়ের পালাতে আগুন লাগাইয়া দিলে সেই আগুন সেমি পাকা ইটের ঘরের টিনের চালায় আগুন লাগিয়া দাউ দাউ করে আগুন জ্বলে উঠলে বসতবাড়ীর ভিতরের থাকা লোকজন বাহিরে আসার চেষ্টা করলে হ্যাজবল লাগানো দেখতে পায়। এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে।
এ ঘটনায় বসতবাড়ীর সেমি পাকা ৮টি রুম আগুনে পুড়ে ভূষিভূত হয় এবং বসতবাড়ীর রুমের মধ্যে থাকা আসবাবপত্র, কাপড় চোপড়, ফ্রিজ, বাই-সাইকেল, ফ্যান পুড়ে অনুমান তেড় লক্ষ টাকার স্বর্ণের গহনা নগদ চার লক্ষ টাকা সহ সর্বমোট চব্বিশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।