আজাদুর রহমান:
বগুড়ায় এক কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাতে ঘটনা ঘটেছে। আহত কলেজ শিক্ষার্থী রনি আহমেদ সারিয়াকান্দি উপজেলার মাধুরাপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে পলিটেকনিক ইন্সটিটিউটের ১ম বর্ষের শিক্ষার্থী।
পুলিশ জানায়, ইফতার শেষে যাওয়ার পথে শরীরে ধাক্কা লাগার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রনি আহমেদ (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাতে আহত করে।
বুধবার (২০ শে মার্চ) সন্ধ্যায় শহরের কলোনী বেলজিয়াম মাঠ এলাকায় ছুরিকাঘাতে আহত শিক্ষার্থীকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ইফতার পর রনি ও তার বন্ধুরা মেসের দিকে যাচ্ছিলো। চলার পথে একজনের সাথে তাদের ধাক্কা লাগলে বাকবিতণ্ডা হয়। এসময় শিক্ষার্থী রনিকে ধাক্কাধাক্কি করে থাপ্পড় মারে অপরিচিত যুবকরা। ও রনিকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।