নিজস্ব প্রতিবেদক:
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছেন। আহতরা অটোরিকশা চালক ও তার যাত্রী ছিলেন। সোমবার (৪ই মার্চ) বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার ওমরপুর বাসস্ট্যান্ডে সাড়ে ১১ টার দিকে একটি যাত্রীবাহী বাসের সাথে অটোভ্যানের সংঘর্ষে চালকসহ তিনজন গুরুতর আহত হয়। আহতরা হলেন, নাটোর জেলার সিংড়া উপজেলার বড় সাইল গ্রামের হানিফ মিয়া (৭০), জাহিদুল ইসলাম (৬০) ও ফরিদুল ইসলাম (৩৫)।
পুলিশ জানায়, নাটোর থেকে ছেড়ে আসা বগুড়াগামী একতা পরিবহনের (ঢাকা-জ-৩৯৬৮) যাত্রীবাহী বাস ওমরপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি বাইসাইকেল চালককে বাঁচাতে গিয়ে দাঁড়িয়ে থাকা অটোভ্যানে ধাক্কা দেয়। এতে অটোভ্যানটি দুমড়ে- মুচড়ে যায় এবং অটোভ্যান থেকে ছিটকে পরে গুরুতর আহত হন অটোভ্যানে থাকা চালকসহ তিন যাত্রী।
পরে ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্বাস আলী জানান, দুর্ঘটনার শিকার বাস ও অটোভ্যান থানা হেফাজতে আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।