আজাদুর রহমান:
বগুড়ায় বাস ও প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নেতাসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার এরুলিয়া এলাকায় বগুড়া- নওগাঁ আঞ্চলিক সড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বগুড়া মটর শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক ফাইন মন্ডল, বাসের ম্যানেজার হান্নান মিয়া এবং চেইন মাস্টার আলমগীর হোসেন৷ এরা তিনজনই প্রাইভেট কারের যাত্রী ছিলেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ।
পুলিশের এই কর্মকর্তা জানান, বগুড়াগামী একটি বাসের( বগুড়া-জ-০০৪৪) সাথে নওগাঁগামী একটি প্রাইভেট কারের( ঢাকা মেট্রো-গ ৩৫-০৪৪৫) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হান্নান ও আলমগীর মারা যান৷ পরে গুরুতর আহত অবস্থায় প্রাইভেট কার চালক ফাইনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।