আজাদুর রহমান:
বগুড়ায় বন্ধুর সাথে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় সরকারি আজিজুল হক কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফারজানা নিহত হয়েছেন। মোটরসাইকেল চালক বন্ধু গুরুতর আহত হয়েছেন। তাকে জরুরী ভিত্তিতে হাসপাতালে ভর্তি করানো হয়। নিহতের নাম ফারজানা আক্তার তার বাড়ি শহরের গোয়ালগাড়ি এলাকায়। আহতের নাম তাওছিফুল আনাম সিদ্দিকী রনি সরকার। তার বাড়ি সোনাতলা উপজেলার আগুনিয়াতাইড় এলাকায়।
১১ ই মে শনিবার দুপুরে সদর উপজেলার পিরগাছা এলাকায় লিটনের মুরগির খামারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পীরগাছা দিক থেকে মহাস্থানগড় সড়কে দোবাড়িয়া একটি মোটরসাইকেল আসছিল। রনি নামের লোকটি মোটরসাইকেল চালাচ্ছিল এবং মেয়েটি পিছনে বসে ছিল। হঠাৎ লিটনের মুরগির খামারের সামনে আসলে মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মেয়েটি মারা যান। এ সময় স্থানীয়রা জাতীয় জরুরি সেবায় ফোন দিলে ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত রনিকে হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে ছিলিমপুর পুলিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক লালন জানান, একজন নিহতের লাশ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। আরেকজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।