আজাদুর রহমান:
বগুড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত এবং ৭ জনকে গুরুতর আহত অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার আলমপুর গ্রামের ফুরান হোসেনের ছেলে জামাল হোসেন, মোহাম্মদ শামীম হোসেন (ঠিকানা অজ্ঞাত), একজন মহিলা (অজ্ঞাত), এবং বরিশাল জেলার হিজলা উপজেলার টুং চর গ্রামের টিটু খানের ছেলে হৃদয়।
অপরদিকে গুরুতর আহত অবস্থায় ভর্তিকৃত রোগীরা হলেন, নওগাঁ জেলার দিঘির পাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে শাওন হোসেন, বগুড়া সদর উপজেলার শিলিমপুর এলাকার আব্দুল গফুরের ছেলে রেজাউল করিম, বাবলু মিয়া (ঠিকানা অজ্ঞাত), বরিশাল জেলার হিজলা উপজেলার টুং চর গ্রামের আলাউদ্দিনের ছেলে আলিফ, বগুড়ার কাহালু উপজেলার কাজীপাড়া গ্রামের ফেরদাউসের ছেলে সুজন মিয়া, রংপুর জেলার ডিমলা উপজেলার আলীর ছেলে অমিত, বগুড়া শেরপুর উপজেলার গোপালপুর ইউনিয়নের শাহীন মিয়ার ছেলে মোঃ সৈকত।
৯ই জুলাই ভোররাতে পৌনে চারটায় বগুড়া রংপুর মহাসড়কের বনানী শাহ সুলতান ফিলিং স্টেশনের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোররাতে শাজাহানপুর উপজেলার বনানী শাহ সুলতান ফিলিং স্টেশন এর সামনে শাহ ফতেহ আলী ঢাকা থেকে নওগাঁ যাওয়ার উদ্দেশ্যে ঘটনাস্থলে আসলে একটি কভার্ট ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়, এ সময় ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়, এবং বাসের ৭ জন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করা হয়েছে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শিলিমপুর পুলিশ ফাঁড়ির) সহকারি উপ পরিদর্শক এটিএসআই লালন জানান, ঘটনার সাথে সাথেই ফায়ার সার্ভিসের টিম এবং স্থানীয় জনতা নিহত এবং আহত ব্যক্তিদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করলে তাদের লাশ মর্গে রাখা হয়েছে। আহত সাতজনকে চিকিৎসা দেয়া হচ্ছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে, যথাযথ প্রক্রিয়া শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।