আজাদুর রহমান:
বগুড়ায় নিখোঁজ এক স্কুলছাত্রের মাটিতে পুঁতে রাখা বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সোয়া ১০টার দিকে গাবতলী উপজেলার ঈশ্বরপুর পুর্বপাড়ায় বসতবাড়ির মুরগি রাখার ঘর থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের নাম নাসিরুল ইসলাম নাসিম (১৪)। সে সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি পশ্চিমপাড়া এলাকার ওয়াজেল মণ্ডলের ছেলে। এছাড়াও সে স্থানীয় একটি বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে পড়াশোনা করতো। এ ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন গাবতলী উপজেলার ঈশ্বরপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে এনামুল হক (২০) ও সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি পশ্চিম পাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে ফিরোজ মিয়া (১৯)।
মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আব্দুর রশিদ।
পুলিশের এই কর্মকর্তা জানান, গত ২৫ ফেব্রুয়ারি শবে বরাতের রাত থেকে নিখোঁজ ছিল নাসিম। থানায় জিডি হলে তার সন্ধানে মাঠে নামে পুলিশ। এক পর্যায়ে নাসিমের দুঃসম্পর্কের এক আত্মীয় রফিকুলের ছেলেকে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে রফিকুলের বাড়ির মুরগি রাখার ঘরের মাটির নিচে পুঁতে রাখা নাসিমের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে ফিরোজকে আটক করলে প্রাথমিকভাবে তারা জানায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে তাদের বাক-বিতণ্ডা হয় এনামুল এবং ফিরোজ ভিকটিমকে হত্যার পরিকল্পনা করে সুযোগ বুঝে হত্যা করে এবং পরবর্তীতে তার ব্যবহতো মোবাইল ফোন দিয়ে ভিকটিমের বাবাকে ৮০ হাজার টাকা মুক্তিপণ চেয়ে মেসেজ করে।
পুলিশের এই কর্মকর্তা জানান, আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে গ্রেফতারকৃতদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। এবং ঘটনার সাথে আরো কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।