আজাদুর রহমান:
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটফুলবাড়ী এলাকার আশিক মিয়া নামে এক ইজিবাইক চালককে হত্যার দায়ে তার স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ঘটনায় ওই স্ত্রীর পরকীয়া প্রেমিকসহ ৩ জনকে মৃত্যুদণ্ড (ফাঁসি) দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদেরকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে
মঙ্গলবার (৪ জুন) বিকাল সাড়ে ৪ টায় বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক হাবিবা মন্ডল এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার সারিয়াকান্দি উপজেলার কুটিবাড়ি এলাকার ছফু খাঁর ছেলে শিবলু ফকির (২৫), রামনগর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে শান্ত মিয়া (২৫), আমতলী দক্ষিণপাড়া এলাকার তরিকুল মন্ডলের ছেলে নাঈম (২৬) ও হাটফুলবাড়ি মধ্যপাড়া এলাকার নিহত আশিক মিয়া স্ত্রী মিনা বেগম (২৫)।
নিহত আশিক মিয়া জেলার সারিয়াকান্দি উপজেলার হাটফুলবাড়ি এলাকার মৃত সালাউদ্দিনের ছেলে।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. আব্দুর রাজ্জাক খান রায় ঘোষণার পরপরই বিষয়টি নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।
এপিপি আব্দুর রাজ্জাক খান জানান, স্ত্রীর পরকীয়ার কারণে মিনা বেগমের সাথে স্বামী আশিক মিয়ার দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। একপর্যায়ে স্ত্রী মিনা বেগম তার প্রেমিক শিবলু ফকিরের সাথে পরামর্শ করে স্বামী আশিক মিয়াকে হত্যার পরিকল্পনা করে। সেই মোতাবেক শিবলু ফকির তার দুই সহযোগী নয়ন ও নাইম ইসলামকে সাথে নেয়। ২০২০ সালের ২ অক্টোবর তিনজন মিলে আশিক মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে বাঙালী নদীতে ফেলে দেয়। একদিন পর নদী থেকে আশিক মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় আশিকের বড় ভাই আনিছ উদ্দিন বাদি হয়ে চারজনের বিরুদ্ধে সারিয়াকান্দি থানায় মামলা করেন। দীর্ঘ শুনানী শেষে মঙ্গলবার বিকেলে পরকিয়া প্রেমিক শিবলু ফকির ও তার দুই সহযোগীকে মৃতুদণ্ড প্রদান করেন আদালত। একই সাথে স্ত্রী মিনা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও উভয়কে ৫০ হাজার টাকা জরিমানা করেন।