আজাদুর রহমান:
বগুড়ায় এক আমেরিকান নাগরিককে হত্যা চেষ্টার ঘটনায় সদর থানায় দায়েরকৃত মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
২০ শে এপ্রিল শনিবার বেলা ১২ টায় বগুড়া প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মামলার বাদী খাজা মাহফুজুল হক।
লিখিত বক্তব্যে বাদী খাজা মাহফুজুল হক উপস্থিত সাংবাদিকদের জানান, গত ৫ ই এপ্রিল জুমার নামাজ পর তার (জেলা পরিষদ বগুড়া) সংলগ্ন ফ্লাটের মূল ফটকের সামনে কিছু ভাঙ্গা কাঁচ ও ভাঙ্গা টাইলস দেখতে পায়। জনসাধারণের চলাচলের যেন কোন বিঘ্ন না ঘটে তাই তিনি ভাঙ্গা কাঁচ ও টাইলস গুলো সরানোর চেষ্টা করেন।
তখন আব্দুস ছালাম মানিক, তার ছেলে মুনতাসিম ইহতিসাম অভি, মিজানুর রহমান মিজান, আব্দুস সালাম, মানিকের মেয়ে তানজীম প্রোমা, স্ত্রী সামীমা আরা নীপা সহ অজ্ঞাত ২-৩ জন সেখানে বাঁধা দেয় ও অকত্থ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় সকলে ক্ষিপ্ত হয়ে কোদালের ঘারি দ্বারা এলোপাথারী শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করতে থাকে। এ সময় মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে ফোলা কালো শিরা যখম হয়। এ সময় বগুড়া জজ কোর্টের অ্যাডভোকেট রাসেল সেখানে উপস্থিত হলে তাকেও মারধর করে এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করতে উদ্যত হওয়ায় আব্দূস সালাম তার ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করে, সেখানে চিকিৎসা শেষে বাড়ি ফিরে বগুড়া সদর থানায় মামলা নং ৪১ তারিখ ১৩/৪/২০২৪ ইং ৬ জনকে আসামি করে দুই থেকে তিন জনকে অজ্ঞাত আসামী হিসেবে মামলা দায়ের করি।
তিনি আরো বলেন, মামলা রুজুর পর কয়েকদিন পেরিয়ে গেলেও আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ, তাই তিনি বগুড়া প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ প্রশাসনকে অনুরোধ করেন তাঁরা যেন দ্রুততম সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করে। উপস্থিত গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমি আপনাদের মাধ্যমে এই নেক্কারজনক ঘটনা বিচারের দাবিতে প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি ও আমার জীবনের নিরাপত্তা কামনা করছি।