নিজস্ব প্রতিবেদক:
বগুড়ায় ২১ বোতল ফেন্সিলে সহ এক যুবককে আটক করেছে ৪ এপিবিএন ব্যাটেলিয়ন। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার অধিনায়ক এডিশনাল ডিআইজি আব্দুর রাজ্জাক। আটককৃত যুবকের নাম এস এম সালমান হৃদয়, তিনি নিজেকে দৈনিক পীরগাছা সংবাদ পত্রিকার প্রধান সম্পাদক পরিচয় দিয়ে থাকেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৭ ফেব্রুয়ারি দুপুর সোয়া দুইটাই বগুড়া জেলার সদর থানাধীন ৮নং গোকুল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের
অনুমান ৩০০ গজ উত্তরে একটি আভিযানিক দল, ৪ এপিবিএন, বগুড়া অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) আব্দুর রাজ্জাক এর নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিঃ) এবাদ আলী মোল্লা এর নেতৃত্বে অভিযান চালিয়ে ২১ (একুশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ এসএম সালমান হৃদয় (৩৫), পিতা-মৃত আঃ সাত্তার, মাতা-মোছাঃ ফাতেমাতুজ্জোহুরা, সাং-উত্তর ডেকড়া, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়া, বর্তমান ঠিকানা নিশিন্দারা, কারবালা সাধোর বাড়ীর ভাড়াটিয়া থানা ও জেলা-বগুড়াকে আটক করা হয়।
এ সংক্রান্তে বগুড়া জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণি ১৪(খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।