আজাদুর রহমান:
বগুড়ায় ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন ও প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ৭ ই মার্চ বৃহস্পতিবার সকাল পৌনে নয়টায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বটতলায় নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন ও ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ও বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মকবুল হোসেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া সদর ৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসুম আলী বেগ, সিভিল সার্জন ডা. শফিউল আজম, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আব্দুর রশিদ সহ বিভিন্ন সরকারি দপ্তর সমূহের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থী এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।