আজাদুর রহমান:
বগুড়ায় সাথেই মার্চ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ ই মার্চ জেলা পরিষদ মিলনায়তনে সকাল ১১ টায় এ আলোচনা সভার আয়োজন করা হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসুম আলী বেগ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর ৬ আসনের সংসদ সদস্য রাকিবুল আহসান রিপু, বগুড়া জেলা পরিষদ এর চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শফিউল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আব্দুর রশিদ সহ সরকারি-বেসরকারী দপ্তর সমূহের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, “১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণটি দিয়েছিলেন সেটা ছিলো তার দূরদর্শিতা ও প্রজ্ঞার একটা স্মারক। মূলত ঐ ভাষণটির মাধ্যমেই বাঙালি জাতি মুক্তিযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি ও স্বাধীনতার স্বপ্নকে বাস্তব হিসেবে বুঝতে পেরেছিল। বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষাপটে ৭ই মার্চের ভাষণ এর গুরুত্ব ছিলো সবচেয়ে বেশি।