আজাদুর রহমান:
বগুড়ায় ৭ ই মার্চ দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
৭ ই মার্চ সন্ধ্যা সাড়ে ৬ টায় উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া সাতমাথা মুজিব মঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মাসুম আলী বেগ এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর ৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্তী (বিপিএম সেবা পিপিএম)। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বগুড়া জেলা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সংস্কৃতিক সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।