আজাদুর রহমান:
বগুড়ায় কাহালুতে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
২২ শে এপ্রিল সোমবার দুপুর ১২ টায় উপজেলা চত্বরে কৃষকদের সাথে র্যালি শেষে মেলার উদ্বোধন করেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য এ.কে.এম রেজাউল করিম তানসেন।
আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি বনানীর উপ-পরিচালক কৃষিবিদ মতলুবার রহমান বিপিএএ, কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হেলাল উদ্দিন কবিরাজ, কাহালুর অতিরিক্ত কৃষি কর্মকর্তা মীর কাশিম আলী সহ উপজেলার বিভিন্ন পদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও উপজেলা কৃষি অফিসের বিভিন্ন পদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ কৃষি প্রযুক্তি মেলার স্টলের খামারী ও কৃষকরা এ সময় উপস্থিত ছিলেন। ১৪ টি স্টল মেলা প্রদর্শনী করবে ৩ দিন।
এ সময় প্রধান অতিথি বলেন, এক সময় অনেক জমিতে ফসল করে খুব অল্প পরিমাণ ফলন হতো। আজ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা কৃষির উপর গুরুত্ব দিয়ে বাংলাদেশকে দারিদ্র্য মুক্ত করার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।