আজাদুর রহমান:
বগুড়ার গাবতলীতে স্কুল ছাত্র নাসিরুল ইসলাম হত্যা মামলায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। নিহত স্কুল শিক্ষার্থী ফুলবাড়ী পশ্চিমপাড়া গ্রামের ওয়েজেল মন্ডলের ছেলে নাসিরুল ইসলাম (১৫) সে ফুলবাড়ী গমির উদ্দিন বহুমুখী স্কুল এন্ড কলেজে ৮ম শ্রেণীতে লেখাপড়া করতো।
গ্রেফতারকৃতরা হলেন, সারিয়াকান্দি ফুলবাড়ী পাঁচ পীরতলা এলাকার আনোয়ার হোসেনের ছেলে সাগর হোসেন, ফুলবাড়ী পশ্চিমপাড়া চুন্নু মিয়ার ছেলে শাওন ইসলাম, ও ফুলবাড়ী পাঁচপীরতলা এলাকার নজরুল ইসলামের ছেলে ফেরদাউস ইসলাম। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মুনির হোসেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, নাছির চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি এশার নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে বের হয়। রাত অতিবাহিত হলেও আর বাড়িতে ফিরে আসেনা। অনেক খোঁজাখুজির পর না পেয়ে সারিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ৩ মার্চ নাছিরের বাবার ফোনে ৮০ হাজার টাকা মুক্তিপণ চেয়ে ফোন করা হয়।
মুক্তিপণ না দিলে নাছিরকে হত্যা করে ইট ভাটায় পোড়ানোর হুমকি দেয়া হয়। ২০ হাজার টাকা বিকাশে পাঠানোর পর পুলিশ ঐ বিকাশ নাম্বারের সূত্র ধরে মুক্তিপণের টাকা গ্রহণকারী দুইজনকে আটক করে গত ৪ মার্চ রাত ১০ টায় গাবতলী থানার নেপালতলী ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের একটি বসতবাড়ীর হাঁস-মুরগি রাখার ঘরের মধ্যে মাটির নিচে হাত পা বাঁধা অবস্থায় প্লাষ্টিকের বস্তায় মৃত দেহ উদ্ধার করে।
পরবর্তীতে তদন্ত সাপেক্ষে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার সারিয়াকান্দি থানায় সোপর্দ করা হয়েছে।