আজাদুর রহমান:
বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন নন্দীগ্রাম উপজেলার পাঠান গ্রামের মৃত নাছির ফকিরের ছেলে ভূক্তভোগী নূর ইসলাম।
অভিযোগ সূত্রে জানা গেছে, তিনি দির্ঘদিন ধরেই পৈতৃক ও কবলা সূত্রে জমিজমা ভোগ দখল করে আসছিল। একই গ্রামের মৃত কছিমুদ্দিন কবিরাজের ছেলে মোঃ এরকাম হোসেন কবিরাজ সহ অজ্ঞাত ১০-১২ জন গত ১৬ ই জুন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মহামান্য হাইকোর্টের রুল অমান্য করে অবৈধভাবে জমি দখল করে।
সম্পত্তির বিষয় নিয়ে মহামান্য হাইকোটে মামলা চলমান আছে। যাহার মামলা নং-৬৭/২১ (সিভিল রুল)। বিবাদী মহামান্য হাইকোটের মামলা অমান্য করে পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তিতে উপস্থিত হয়ে জোর পূর্বক ভাবে চাষ আবাদ করতে থাকে। এ সময় নূর ইসলাম সংবাদ পেয়ে সেখানে উপস্থিত হয়ে সম্পত্তি জোর পূর্বক জবর দখল করতে নিষেধ করলে প্রতিপক্ষ ভয়ভীতি সহ প্রাণ নাশের হুমকি প্রদান করে।