এক সপ্তাহের ব্যবধানে বৃহত্তম এ পাইকারি বাজারে সবজির দাম অর্ধেকে নেমেছে।
আজাদুর রহমান:
রমজানের কারনে বগুড়ার বৃহত্তম পাইকারি মোকাম মহাস্থান বাজারে এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম কমে গেছে। কোনো কোনো সবজির দাম এক সপ্তাহের ব্যবধানে অর্ধেক হয়ে গেছে। দাম কমে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। কৃষক, পাইকারি ব্যবসায়ী ও খুচরা বিক্রেতারা বলছেন, রমজানের কারণে পণ্য সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় সবজির দামে নেতিবাচক প্রভাব পড়েছে।
এদিকে পাইকারি বাজারে সবজির দাম উল্লেখযোগ্য পরিমাণে কমলেও খুচরা বাজারে কিছু কিছু সবজির দাম চড়া। এ জন্য মধ্যস্বত্বভোগীদের দায়ী করছেন পাইকারি ব্যবসায়ীরা। উত্তরের সবজির অন্যতম বড় পাইকারি মোকাম মহাস্থান বাজারে শীতকালীন সবজির রেকর্ড সরবরাহ ছিল। কিন্তু সবজির কাঙ্ক্ষিত দাম পাননি বিক্রেতারা। কৃ
ষক ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, এক সপ্তাহ আগে মহাস্থান বাজারে প্রতি কেজি ফুলকপির পাইকারি দাম ছিল ২৫ টাকা। এখন তা বিক্রি হচ্ছে ১৫ টাকা। এক সপ্তাহ আগের ৪০ টাকা কেজির মুলা ১ টাকা এবং ৪০ টাকার বেগুন ২ টাকায় নেমেছে। বরবটি মানভেদে ১২ থেকে ২৫ টাকা, এক কেজি ওজনের বাঁধাকপি প্রতিটি ২৫ টাকা, শিম ৬০ টাকা, পেঁপে ১৫ টাকা, ও মিষ্টি লাউ ৩০ টাকায় বিক্রি হয়। কাঁচা মরিচের দাম এক সপ্তাহের ব্যবধানে কমে দাঁড়িয়েছে ৫০-৬০ টাকায় আর ৪০ টাকা কেজির শসা ২০ টাকা কেজিতে নেমেছে। কচুলতি ৩৫-৪০ টাকায় বিক্রি হচ্ছে। বিভিন্ন ধরনের শাক মানভেদে ২৫-৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
এভাবে সব ধরনের সবজির দাম কমেছে। পাইকারি ব্যবসায়ীরা জানান, এক সপ্তাহ আগে এ বাজারে প্রতিটি বাঁধাকপি ৩৫ টাকা, পটোল ও বেগুন প্রতি কেজি ৪০ টাকা, পেঁপে ২০ টাকা, শিম মানভেদে প্রতি কেজি সর্বোচ্চ ৮০ টাকায় বিক্রি হয়েছে।
মহাস্থান বাজারে আড়তদার ও পাইকারি ব্যবসায়ীরা বলছেন, ব্যাপারী ও আড়তদারেরা খুব বেশি সবজি কিনছেন না। বাড়তি দামও দিচ্ছেন না। ফলে পচনশীল পণ্য হওয়ায় সস্তায় সবজি বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকেরা।
মহাস্থান বাজারের আড়তদার মোস্তাফিজুর রহমান জানান, রমজানের কারণে ঢাকাসহ বিভিন্ন এলাকার মোকামে পণ্য সরবরাহ কমে গেছে। চাহিদা কমে যাওয়ায় দামও কমে গেছে।
এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রেজভী জানান, কৃষক যথাযথ মজুরি পায় এবং ক্রেতারা সাধ্যের মধ্যে ক্রয় করতে পারে আমরা সেদিকে খেয়াল রাখছি। সিন্ডিকেট করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।