ডেস্ক রিপোর্টঃ
মঙ্গলবার বিকালবেলা বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু করেছেন।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদির নির্দেশে পবিত্র মাহে রমজানের রোজার মাসে ভেজালমুক্ত এবং দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে শেরপুর উপজেলা এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম রেজার পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক বাজার মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে।
এসময় এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিম বলেন পবিত্র মাহে রমজানে যে সকল ব্যবসায়ী বাজার অস্থিতিশীল করার চেষ্টা করবেন, ভেজাল বা নকল পণ্য বিক্রয় করবে, অত্যাধিক মূল্য হাকিয়ে নেয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনে উল্লিখিত কঠিনতম দণ্ড আরোপ করা হবে। বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। চলমান এই অভিযান অব্যাহত থাকবে।