আজাদুর রহমান:
বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রেরণা হয়ে ও আ.লীর স্থানীয় সংসদ সদস্য মজিবর রহমান মজনুর পরামর্শে বগুড়ার শেরপুরে বিএনপির ২৭জন কর্মী আ. লীগে যোগদান করেছেন। শনিবার সকাল ১১টায় টাউন ক্লাব লাইব্রেরী মহিলা কলেজের হল রুমের তাঁরা সরকারদলীয় স্থানীয় সাংসদ আলহাজ্ব মজিবর রহমান মজনুর হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।
যোগদানকৃতরা খামারকান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘৌড়দৌর গ্রামের আবু শাহিন, মিজানুর রহমান, রাজু আহম্মেদ, ওহাব সরকার, শাহাদৎ, আল আমিনসহ ২৭জন। উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের সঞ্চালনায় এ সময় তাদের শপথ বাক্য পাঠ করান শেরপুর উপজেলা আ.লীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক। এ সময় উপস্থিত ছিলেন খামারকান্দি ইউনিয়নের আ.লীগের সভাপতি আয়নাল হক ও সাধারণ সম্পাদক সেলিম রেজা।
যোগদানকৃতারা জানান, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রেরণা হয়েছি। এবং বিএনপির চেয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা দলের কর্মীদের প্রতি আন্তরিক ও সহানুভূতিশীল। বিপদে পড়লে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁদের সহযোগিতা করেন। এ জন্যই তিনি আওয়ামী লীগে যোগদান করেছেন। বিএনপির কর্মীরা আরোও জানান, এত দিন বিএনপির হয়ে কাজ করেছেন। কিন্তু আওয়ামী লীগের নেতা-কর্মীরা বেশি আন্তরিক তাই আওয়ামী লীগে যোগদান করেছেন।
এদিকে শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু বলেন, বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদান করার প্রশ্নই আসে না। তারা মূলত আওয়ামীলীগ দলই করত লোক দেখানোর জন্য এই ২৭জন বিএনপির নাম ভেঙ্গেছে ভাইরাল হওয়ার জন্য। এটা মিথ্যা ভিত্তিহীন, বানোয়াট। আমাদের ইউনিয়ন বিএনপির ৭১ সদস্যবিশিষ্ট কমিটি আছে- তার একটা নামও দেখাতে পারবেন না। এটা আমি চ্যালেঞ্জ করলাম।