আজাদুর রহমান:
বগুড়া কাহালুতে বটির আঘাতে রাহিমনি (৭) নামের এক শিশু কন্যা নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার ২৩ এপ্রিল সকাল সাড়ে ৮ টায় উপজেলার সাগাটিয়া গ্রামের মোঃ আব্দুর রহিম এর মেয়ে বটিতে তরকারি কাটার সময় দৌড়ে এসে বটির উপর পড়ে গেলে বটির মাথা রাহিমনির তলপেটে ঢুকে গেলে আহত শিশু কন্যাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে রাহিমনির লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে কাহালু থানার ইন্সপেক্টর তদন্ত জানান, আমরা ঘটনার তদন্ত করছি। এখনো কারন জানতে পারিনি, তদন্ত করে আপনাদের জানানো হবে।