আজাদুর রহমান:
বগুড়া জেলা কারাগারের ছাদ কেটে গামছার মাধ্যমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদি পালিয়ে যান। মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাত ৩টা ৫৬ মিনিটে এ ঘটনা ঘটে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে সাড়ে ৪ টা ১০ মিনিটে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
কয়েদিরা হলেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গার নজরুল ইসলাম মজনু, নরসিংদীর মাধবদী উপজেলার ফজরকান্দির আমির হোসেন, বগুড়ার কাহালু পৌরসভার মেয়র আবদুল মান্নানের ছেলে মো. জাকারিয়া ও বগুড়ার কুটুরবাড়ী পশ্চিমপাড়ার ফরিদ শেখ।
বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৫৬ মিনিটে খবর পাই বগুড়া কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদি পালিয়েছেন। পরে সাড়ে ৪টার দিকে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের পুলিশ সুপার বলেন, খবর পাওয়ার সাথে সাথে বগুড়া সদর থানার অধীনে বেশ কয়েকটি টিম নিযুক্ত করা হয়। এবং পালাতক ফাঁসির ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে কথা বলার চেষ্টা করলে বগুড়া কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন কথা না বলেই জেলগেট থেকে পালিয়ে যায়।