আজাদুর রহমান:
বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে ৭ টি পদের মধ্যে ৪ টি পদে ভোট গ্রহন সম্পূর্ণ হয়েছে।
বাকী ৩টি পদে একক প্রার্থী হওয়ায় তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করা হয়েছে। এ নির্বাচন উপলক্ষে ভোটারদের মধ্যে আলোচনা সমালোচনা ও ব্যাপক উৎসাহ উদ্বীপনা দেখা দিয়েছে।
২৪শে ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টা থেকে টানা ২ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ২৫ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেছেন সভাপতি পদে মোঃ মমিনুর রশিদ সাইন (দৈনিক বগুড়া), মোঃ আব্দুর রহিম (দৈনিক মুক্ত সকাল)। সহ সভাপতি পদে ফিরোজ পশারী রানা (উত্তরবঙ্গ নিউজ), লতিফুল আব্দুল লতিফ (কালের খবর) । সাধারণ সম্পাদক পদে কাওছার উল্লাহ আরিফ (বাংলা নিউজ২৪), সাইফুল ইসলাম (দৈনিক উত্তরকোন)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে কামরুল হাসান কমল (আমার সুন্দর দেশ), আল মুমিন (দৈনিক মহাস্থান)।
নির্বাচিতরা হলেন সভাপতি পদে মোঃ আব্দুর রহিম (দৈনিক মুক্ত সকাল), সাধারণ সম্পাদক পদে কাওছার উল্লাহ আরিফ (বাংলা নিউজ২৪), সহ সভাপতি পদে লতিফুল আব্দুল লতিফ (কালের খবর), যুগ্ম সাধারণ সম্পাদক পদে আল মুমিন (দৈনিক মহাস্থান)। বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ীরা হলেন, কোষাধ্যক্ষ পদে মামুনুর রশিদ মামুন (দৈনিক জয় যুগান্তর), প্রদর্শনী সম্পাদক জাফর আহম্মেদ মিলন (বগুড়া সংবাদ) এবং কার্য নির্বাহী সদস্য মোঃ সাবু ইসলাম (দৈনিক চাঁদনী বাজার)।
নির্বাচন পরিচালনা কমিটি ২০২৪ এর চেয়ারম্যান আসাফ উদ দৌলা ডিউক জানান, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট শনিবার সকাল ১০টা থেকে বেলা ২ টা পর্যন্ত সম্পন্ন হয়েছে। এ নির্বাচনের ভোট গ্রহন অবাধ, সুষ্ঠূ ও শান্তিপুর্ণ ভাবে হয়েছে।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর নব-নির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকসহ সকল নির্বাচিত প্রার্থীদেরকে আলফা নিউজ এক্সপ্রেস এর পক্ষ থেকে প্রকাশক রওশন জাহান রুম্পা ও সম্পাদক খালেকুন নাহার পলি অভিনন্দন জানিয়েছেন।