আজাদুর রহমান:
বগুড়া র্যাবের অভিযানে শেরপুরে ৭ বছরের শিশু ধর্ষণের আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি গাইবান্ধা জেলার টিনদহ এলাকার মুসা মিয়ার ছেলে স্বপন মিয়া। বিষয়টি আজ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিষিদ্ধ করেছেন কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মুনির হোসেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মকর্তা জানান, গাইবান্ধা জেলার সদর থানার টিনদহ এলাকার একজন মহিলা বগুড়া জেলার শেরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করেন ৭ বছরের একটি মেয়ে শিশুকে নিয়ে তিনি শেরপুর খন্দকার পাড়ায় একটি ভাড়া বাসায় বসবাস করেন।
১৫ মার্চ ২ টায় সে তার শিশু মেয়েকে বাসায় রেখে দুপুরের খাবার কেনার জন্য ধুনট মোড়ে হোটেলে গেলে আসামী মোঃ স্বপন মিয়া তার শিশু মেয়েকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।
এ ঘটনায় মামলা দায়ের করলে বগুড়া ক্যাম্প গোয়েন্দা তৎপরতা শুরু করে ২০ মার্চ বগুড়া ও র্যাব-১৪, টাংগাইল যৌথভাবে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন বেড়িবাদ কালিবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করে ।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার শেরপুর থানায় সোপর্দ করা হয়।