নিজস্ব প্রতিবেদক:
বগুড়া র্যাবের অভিযানে একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার সোহেল রানা।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মকর্তা জানান, র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৮ ধারায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী নান্টু প্রামানিক (৩০) অবস্থান করছে। এরই প্রেক্ষিতে ২ মার্চ র্যাব-১২, বগুড়া ও র্যাব-৪, সাভার এর যৌথ অভিযানে গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকায় অভিযান পরিচালনা করে নান্টু প্রামানিক ওরফে চিটার নান্টু (৩০), পিতা- মৃত নাজির উদ্দিন ফকির ওরফে নজু ফকির, সাং- শৈধুকুরী, থানা- শাজাহানপুর,জেলা- বগুড়া থেকে গ্রেফতার করে।
ধৃত আসামী মানিকগঞ্জ জেলার ঘিওর থানার রোস্তম আলীর একটি তিন বছরের ছেলে বাচ্চাকে অপহরণ করে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের হয় যার নং-১৩৬/১৫। আইনি কার্যক্রম শেষে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানা, বগুড়ায় হস্তান্তর করা হয়।