আজাদুর রহমান:
বগুড়া সদর থানায় অভিযানে ৭৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার ও নারী ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সারাফাত ইসলাম।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, বগুড়া সদর থানা পুলিশ কর্তৃক অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান রোধ ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে ৭৭৫ (সাতশত পঁচাত্তর) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার এবং ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ, পিপিএম এর তত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) আবু জাফর মোঃ সালেহ সঙ্গীয় অফিসার-ফোর্সসহ ১১ ই মার্চ দুপুর পৌনে একটায় সদর থানাধীন নুনগোলা ইউনিয়নের কুকরুল মধ্যপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোছাঃ সুমা খাতুন (২৫) পিতা-মোঃ আঃ হামিদ, স্বামী-মোঃ মেহেদী হাসান ওরফে বাবলা, সাং-কুকরুল মধ্যপাড়া, থানা ও জেলা-বগুড়াকে গ্রেফতার করেন এবং আসামীর দেখানো মতে একটি সরিষার পলের মধ্য হইতে ৫ (পাঁচ) টি সাদা প্লাষ্টিকের বস্তার মধ্যে সর্বমোট ৭৭৫ (সাতশত পঁচাত্তর) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আটককৃত আসামী মোছাঃ সুমা খাতুন দীর্ঘ দিন যাবৎ বগুড়া সদর থানা এলাকাসহ আশেপাশের অন্যান্য থানা এলাকায় মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয় করে আসছে। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।