আজাদুর রহমানঃ
বগুড়া সাংবাদিক ইউনিয়ন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ৯ই মার্চ (শনিবার) সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বগুড়া প্রেসক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোটগ্রহণ শেষে গণনার মাধ্যমে ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সদস্যদের স্বাক্ষরিত একটি পত্রে ফলাফলে উল্লেখ করা হয়, সভাপতি পদে ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন গণেশ দাস তার প্রতিদ্বন্দ্বী পান ২৭ ভোট। সহ-সভাপতি পদে আব্দুস সাত্তার ৫৪ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাফর আহমেদ মিলন যিনি পেয়েছেন ৩৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আবু সাঈদ। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন আব্দুর ওয়াদুদ যিনি পেয়েছেন ৫২ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন টি এম মামুন যিনি ৪২ ভোট পেয়েছেন। কোষাধক্ষ পদে ফেরদাউস রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল হাকিম প্রার্থিতা প্রত্যাহার করার কারণে সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন। দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শামীম আহমেদ যিনি পেয়েছেন ৭১ ভোট তার প্রতিদ্বন্দী দুইজন ছিলেন সেলিমুজ্জামান যিনি পেয়েছেন ১১ ভোট রঞ্জু ইসলাম পেয়েছেন ১০ ভোট।
কার্যনির্বাহী সদস্য পদে প্রতিক ওমর ৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং মাহফুজ মন্ডল ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তাদের উভয়ের নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন আব্দুর রহিম যিনি পেয়েছেন ৩৪ ভোট।