আজাদুর রহমান:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে রবিবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, বাংলাদেশ গঠনে এমন কোন সংগ্রাম পাওয়া যাবেনা যাতে বঙ্গবন্ধু নেতৃত্ব দেননি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর একসাথে ৩৭ হাজার শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করেছিলেন। তিনি শিশুদের সুরক্ষার জন্য ১৯৭৪ এর শিশু আইন প্রণয়ন করেছিলেন। বঙ্গবন্ধু এদেশের মানুষকে ভালোবেসে গেছেন। তার মানবিক গুণগুলো তার ছোটবেলা থেকে প্রকাশ পেয়েছে। বঙ্গবন্ধু বলতেন আগে বাঙালী, পরে অন্যকিছু হতে হবে। বঙ্গবন্ধু এই বাঙালী জাতির সাথে বেইমানি করেননি, তিনি সারাজীবন বাঙালী জাতিকে মুক্তির পথ দেখিয়েছেন। তাই সকলকে আমি বাংলাকে ভালবাসি উচ্চারণ করতে হবে, যে বাংলাদেশকে ভালবাসতে পারে, যার মাঝে দেশপ্রেম আছে, সে সত্যিকারের মানুষ হয়ে গড়ে উঠবে। ক্ষুধা দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়তে নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ পরিণত করার ঘোষণা দিয়েছেন। আমাদের সকল শিক্ষার্থীকে বঙ্গবন্ধুর জীবনী অধ্যয়ন করতে হবে। দেশকে সত্যিকার অর্থে সোনার বাংলা গড়ে তুলবে আগামীতে আজকের এই শিক্ষার্থীরা। অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আল আমিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কলেজ শাখা শিক্ষক প্রতিনিধি জ্যেষ্ঠ প্রভাষক নাছিমা খাতুন, আরও বক্তব্য রাখেন জ্যেষ্ঠ প্রভাষক শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌস আলম, প্রাথমিক শাখার সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান, স্কুল শাখা শিক্ষক প্রতিনিধি ইবনুল তাশরীফ, প্রাথমিক শাখার ইনচার্জ ওয়ায়েছ কুরুনী।
শিক্ষার্থীদের মধ্যে আবৃত্তি করেন জারিন তাছনীম আদৃতা, বক্তব্য রাখেন আফরা আয়েশা ঐশী ও সামিউল হক দিহান্ অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।