রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে পাকিস্তানের বিপর্যয় সামাল দেন সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। দ্বিতীয় দিনেও দাঁড়িয়ে যান এই দুই ব্যাটার। টাইগার বোলারদের পাত্তা না দিয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন এই দুই পাক ব্যাটার। শাকিল-রিজওয়ানের জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৪৮ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান।
প্রথম দিন শেষে শাকিল ৫৭ ও রিজওয়ান ২৪ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিনে খেলতে নেমে দারুণ ব্যাটিং করেন এই দুই ব্যাটার। বাংলাদেশের বোলারদের হতাশ করে দ্বিতীয় দিনের প্রথম সেশন পুরোটায় নিজেদের করে নেয় পাকিস্তান। এতে দুইশো পেরিয়েছে পাকিস্তান।
সেইসঙ্গে ফিফটি তুলে নেন রিজওয়ান। ফিফটির পর রানের চাকা সচল রাখেন রিজওয়ান-শাকিল। এরপরও টাইগার বোলারদের পাত্তা না দিয়ে সেঞ্চুরি তুলে নেন রিজওয়ান। ১৪৩ বলে তিন অংকের ঘর স্পর্শ করেন তিনি। এটি রিজওয়ানে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট শতক।
রিজওয়ানের পর সেঞ্চুরির দেখা পান শাকিল। ১৯৫ বলে সেঞ্চুরি তুলে নেন তিনি। এরপরও রানের চাকা সচল রাখেন তারা। দলীয় ৩৫৪ রানে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন মেহেদি হাসান মিরাজ। ২০১ বলে ১৩৭ রান করে শাকিল আউট হলে ২৪০ রানের জুটি ভাঙে।
এরপর ক্রিজে আসা আঘা সালমানকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন রিজওয়ান। দেড়শো রান পূর্ণ করেন তিনি। তবে দলীয় ৩৯৮ রানে ৬৩ বলে ১৯ রান করে আউট হন সালমান। তাকে সাজঘরে ফেরান সাকিব আল হাসান।
এরপর ক্রিজে আসা শাহীন আফ্রিদিকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন রিজওয়ান। শেষ পর্যন্ত ১১৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪৪৮ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান। রিজওয়ান ২৩৯ বলে ১৭১ ও শাহীন ২৪ বলে ২৯ রানে অপরাজিত থাকেন।