ডেস্ক রিপোর্টঃ
লড়াই জমিয়ে তুলেও শ্রীলংকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হেরে গেছে বাংলাদেশ। ৩ ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচ তাই টাইগারদের জন্য বাঁচা-মরার। এমন ম্যাচে টসে জিতেছে বাংলাদেশ। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও ফিল্ডিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় শুরু হচ্ছে ম্যাচ।
সিরিজের প্রথম ম্যাচে হারলেও প্রশংসা বৃষ্টিতে সিক্ত হচ্ছে বাংলাদেশ দল। জাকের আলী-মাহমুদউল্লাহ রিয়াদরা যেভাবে লড়াই করেছেন, তাতে মন ভরে গেছে দর্শকদের। ২০৭ রান তাড়ায় বাংলাদেশ হেরেছে মাত্র ৩ রানে। পাঁচে নেমে ৩১ বলে ৫৪ রান করেন মাহমুদউল্লাহ। আর ছয়ে নামা জাকের ৩৪ বলে ৬৮ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। পঞ্চম উইকেটে তারা স্কোরকার্ডে ২৯ বলে ৪৭ রান জমা করেন। এর পর ষষ্ঠ উইকেটে শেখ মেহেদীর সঙ্গে ২৭ বলে ৬৫ রান যোগ করেন জাকের; যেখানে তার অবদান ১৬ বলে ৪৩।
দুই দলের একাদশ
বাংলাদেশ: লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।
শ্রীলংকা: আবিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রামা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, মহেশ থিকশানা, দিলশান মাদুশাঙ্কা, বিনুরা ফার্নান্দো ও মাথিশা পাথিরানা।