খালেদ সিদ্দিকী, বগুড়া:
বগুড়ার শাহজাহানপুরের, গন্ডগ্রাম সারিয়াকান্দিপারায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাইতুসসালাম জামে মসজিদের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জাতীয় সংসদ ৪২ বগুড়া ৭ আসনের মাননীয় সংসদ সদস্য, অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নান্নু।
ভিত্তি প্রস্তর স্থাপন শেষে, প্রধান অতিথি তার বক্তব্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের সকল উপজেলায় মডেল মসজিদ নির্মাণের মধ্য দিয়ে ইসলামের বিশেষ খেদমতে কাজ করে যাচ্ছেন। আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা আপনাদের পাশে ছিলাম আছি থাকবো, মসজিদ মাদ্রাসা সহ যেকোনো প্রকার ধর্মীয় কাজে, যে কোন প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সর্বাত্মকভাবে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব।
১৬ ই মার্চ, শনিবার বেলা ১২ টায়, এই ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্যোদিয়ে উক্ত মসজিদের বহুতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এসময় মসজিদ প্রাঙ্গণে এক সুধী সমাবেশে অনুষ্ঠিত হয়, বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য আলমগীর হোসেন স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন আতরাব আলি ডাবলু, সভাপতি মসজিদ নির্মাণ কমিটি, বিশেষ অতিথি ছিলেন, এ কে এম আসাদুর রহমান দুলু, যুগ্ন সাধারণ সম্পাদক বগুড়া জেলা আওয়ামী লীগ।
অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন, কামরুজ্জামান মাসুদ উপজেলা আওয়ামী লীগের সদস্য, বগুড়া পৌরসভা ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোরশেদুল আলম হিরু, সাংগঠনিক সম্পাদক আলি হায়দার খান টিক্কা, মসজিদ কমিটির সভাপতি বাদল উদ্দিন, সাধারণ সম্পাদক এমদাদুল হক, কোষাধ্যক্ষ মহসিন আলী, আবুল কালাম আজাদ, উপদেষ্টা মোফাজ্জল হোসেন তারা, সদস্য আশরাফ আলী, জরজিস হোসেন, আনোয়ার হোসেন, সেকেন্দার আলী, সোহেল তানভির, মোতাহার হোসেন মিজু। ভিত্তি প্রস্তর স্থাপন শেষে দোয়া পরিচালনা করেন অত্র মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদের রানা।