আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। বিদায়ী ভাষণে জো বাইডেন সবাইকে কমলাকে সমর্থন জানানোর কথা বলেন। বক্তব্য দিতে গিয়ে একটা সময় আবেগাপ্লুত হয়ে পড়েন বাইডেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
বাইডেন ভাষণ দেওয়ার সময় ডেমোক্রেটদের পক্ষ থেকে স্লোগান ওঠে ‘উই লাভ ইউ জো’। নিজের ভাষণে বাইডেন বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে দেশের সেবা করার সুযোগ পাওয়াটা আমার কাছে সম্মানের। দেশকে ভালোবেসে এতদিন এই দায়িত্ব আমি পালন করেছি। এবং জীবনের সেরাটা দিয়েছি যুক্তরাষ্ট্রকে।’
তিনি আরও বলেন, ‘আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চাপ দেওয়ায় আমি ক্ষুব্ধ বলে যে দাবি করা হয়েছিল তা পুরোপুরি মিথ্যে।’ এরপর তাকে কেঁদে ফেলতে দেখা যায়। তবে পরে তিনি বলেন, ‘কঠিন সময় শেষ হয়েছে, এখন ভালো সময়। গণতন্ত্রকে অবশ্যই রক্ষা করতে হবে। আমরা যুক্তরাষ্ট্রের আত্মাকে রক্ষা করার জন্য লড়ছি।’
বাইডেনের উদ্দেশে কমলা বলেন, ‘জো, আপনার ঐতিহাসিক নেতৃত্বের জন্য আপনাকে ধন্যবাদ। আমরা আপনার কাছে চির কৃতজ্ঞ।’