আজাদুর রহমান:
বগুড়ায় চাঞ্চল্যকর ব্রাজিল হত্যা মামলার মূল পরিকল্পনাকারী একজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আকতারুল মেম্বার (৪৯), তিনি জেলার কাহালু উপজেলার সামন্তাহার পোড়াপাড়ার মৃত মোবা পাগলার ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মুনির হোসেন।
গত ৯ জুন কাহালু থানাধীন সামন্তহার এলাকায় মোছাঃ আঞ্জুয়ারা বিবির মামলায় উল্লেখ করেন,তার ছেলে ব্রাজিল (৩৩) বিএনপি’র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। এলাকার কিছু ব্যক্তির সাথে পুকুর চাষের বিষয়সহ রাজনৈতিক বিষয়াদি নিয়ে তার ছেলের দীর্ঘদিন যাবত বিরোধ ছিল। সেই সূত্র ধরে গত ৮ই জুন রাত সোয়া দশটায় তার ছেলে মোটরসাইকেল যোগে বগুড়া শহর থেকে বাড়ী ফেরার পথে কাহালু থানাধীন সামন্তাহার পোড়াপাড়া তিন রাস্তার মোড়ে পৌছালে আসামীগণ পূর্ব পরিকল্পিতভাবে ব্রাজিলকে হত্যা করে। পরবর্তীতে ব্রাজিলের মা আঞ্জুয়ারা বিবি কাহালু থানায় ১৪৩/৩৪১/৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গোপন সংবাদের ভিত্তিতে ১২ জুন বিকাল ৫ টায় সদর উপজেলার উপশহর এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আকতারুল মেম্বারকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বগুড়ার একটি দল।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আকতারুল জানান,প্রায় ২ বছর পূর্বে ব্রাজিলের নেতৃত্বে তার ৫ বিঘা একটি পুকুরের মাছ বিষ দিয়ে মেরে ফেলেছিল। পরবর্তীতে এই ৫ বিঘা পুকুরটি ব্রাজিল দখল করে নিয়েছিল এবং ঐ দিন রাতেই ব্রাজীলের খালাতো ভাই মন্টু তার মেজ ছেলেকে চাকু মারে, বাড়িঘর লুট করে। এছাড়াও তাকে ৪ বার মারার চেষ্টা করেছিল এবং প্রায়ই তাকে ফোন করে বলতো বউকে বিধবা করবে। সেই ক্ষোভে সে তখন থেকেই ব্রাজিলকে হত্যার পরিকল্পনা করে। পরে আকতারুল মেম্বারসহ সাতজন পূর্ব পরিকল্পনামতে ব্রাজিল মোটরসাইকেল নিয়ে তার বাড়ি যাওয়ার পথে হত্যা করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী সংস্থা জেলা গোয়েন্দা শাখা (ডিবি), বগুড়ায় হস্তান্তর করা হয়েছে।